About Me ...

PRABIR KUMAR DAS | Photographer / Photo Artist Kolkata
আমার কথা [About me] :



Prabir Kumar Das | A Leading Photographer in Kolkata




"Photographer" শব্দটির বাংলা তর্জমা করলে প্রকৃত কোন শব্দটি আসে ... "ফটোওয়ালা" না "ফটোতুলিয়ে" ? আমার মনে হয় "ফটোওয়ালা" শব্দটির মধ্যে একটু পেশাদারি ভাব প্রকাশ পায়। আমি তো সেই অর্থে ঠিক পেশাদার ফটোগ্রাফার নই। গলায় ক্যামেরা ঝুলিয়ে রাস্তায় চলি না। পটাপট শাটার টিপতেও পারি না। কাঁধঝোলায় ক্যামেরা পুরে চুপচাপ রাস্তায় মানুষের মাঝে হাঁটতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই আমি "ফটোতুলিয়ে...", ফটো তোলাতেই আমার বেশি আনন্দ।

শুরু করেছিলাম সেই ১৯৮৬ সালে। "Premier PC-500" বক্স ক্যামেরা দিয়ে। তখন আমি কেবলমাত্র ফ্যামিলি ফটোগ্রাফার। মধ্যবিত্ত পরিবারে যেরকম দেখা যায়। হাতে গোনা কয়েকটি ফিল্ম। "আজেবাজে" কোন কিছুর ছবি তুলে নষ্ট করা যাবে না। তাই কেবলমাত্র আপনজনেদের ছবি। তারই মধ্যে দুএকটা ফিল্ম বাঁচিয়ে এদিক ওদিক ছবি তোলা।

এই সময় একটি বই আমাকে ভীষণ ভাবে আনুপ্রাণিত করেছিল। ১৯৯৪ সাল। সবে কলেজের গণ্ডি পার হয়েছি। হাতে পেলাম "The Calcutta Persona" বইটি। এই বইটি আমাকে চারিদিকের প্রকৃতি ও মানুষকে নতুন করে চিনতে শিখিয়েছিল, দেখতে শিখিয়েছিল অন্য চোখে।

পরবর্তী কালে পরিচয় হয়েছে আরও অনেকের তোলা ছবির সাথে। Henri Cartier-Bresson, Raghu Rai, Raghubir Singh, Satyajit Roy... ... আরও - আরও অনেক চেনা-অচেনা, খ্যাত-অখ্যাত ফটোওয়ালা-র তোলা অনেক ছবির সাথে। তাদের কাছ থেকে শিখেছি অনেক কিছু। আজও শিখে চলেছি। নিজের চারিদিকে প্রকৃতি ও মানুষের বিভিন্নতার অতলে এত রূপ-রস-গন্ধ, তারই মাঝে আজও খুঁজে বেড়াই, দিনের পর দিন। ক্যামেরার সাহায্যে, আলো-ছায়ার মাধ্যমে তা সাজিয়ে তুলি। চেষ্টা করি "প্রকৃত দৃশ্যকলা" রূপে সেগুলি ফুটিয়ে তুলতে। জানি না কাঙ্ক্ষিতের কণা মাত্রও তুলে ধরতে পেরেছি কিনা, তবুও তুলে বেড়াই। ফটো তোলাতেই আমার আনন্দ। ... আমি যে "ফটোতুলিয়ে" .........


Prabir Kumar Das | A Leading Photographer in Kolkata


Name : Prabir Kumar Das.

Date of Birth : 26th April, 1972.

Educational Qualification :

        B.Sc. (Math), from "Vivekananda College", Kolkata in 1994.

Other Qualification :

        Post Diploma in "Computer Application" from "Asutosh College", Kolkata in 1997.

        Diploma in "Computer Hardware & Networking" from "Lalani Computer Centre" in 1997.

        Post Diploma in "Multimedia & Digital Designing" from "Arena Multimedia", Kolkata in 1999.

Working Experience :

        As "Graphic Designer" & "Commercial Photographer" since 1999.

Position Hold :

        Member & former Hony. Treasurer of "Indian Society of Oriental Art", Kolkata.

        Founder & Director of " Focus Photography Institute ".

Studio :

        Own studio with measuring 450 sq. ft. area and with modern light equipments.